প্রোফায (Prophage) কাকে বলে?

  প্রো ফায এর সংজ্ঞাঃ 

ব্যাকটেরিয়াল ডিএনএ (DNA)-র সঙ্গে সংযুক্ত ভাইরাস ডিএনএ(DNA)-টিকে প্রোফায(Prophage) বলে ।


বিস্তারিতঃ

ল্যামডা ফায, P1 ফায, M13 ফায ইত্যাদি ব্যাকটেরিওফায এর সংখ্যাবৃদ্ধির অন্যতম মাধ্যম লাইসোজেনিক চক্রের দ্বিতীয় ধাপে ব্যাকটেরিয়া ডিএনএর সঙ্গে ভাইরাস ডিএনএর সংযুক্তি পর্যায়ে নিউক্লিয়েজ এনজাইম ব্যাকটেরিয়ার ডিএনএ-কে একটি জায়গা কেটে ফেলে।এই কাটা স্থানে ফায ডিএনএ-টি গিয়ে সংযুক্ত হয়। এ ধরনের সংযুক্তিতে ইন্টিগ্রেজ এনজাইম বিশেষ ভূমিকা রাখে ।ব্যাকটেরিয়াল ডিএনএ (DNA)-র সঙ্গে সংযুক্ত ভাইরাস ডিএনএ(DNA)-টিকে প্রোফায(Prophage) বলে।এটি ব্যাকটেরিয়ায় সুপ্ত অবস্থায় থাকে।ফায ডি এন এ (DNA)-সহ Escherichia coli (E. coli) ব্যাকটেরিয়া দ্বি-বিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করতে থাকে ।ভাইরাস ও ব্যাকটেরিয়ার জিনোম একসাথে একটি নতুন জিনোম তৈরি করে।প্রত্যেকবার সংখ্যা বৃদ্ধির সময় ব্যাকটেরিয়াল ডিএনএর অনুরূপ ভাইরাল ডিএনএ অনুরও প্রতিলিপি গঠন হতে থাকে।এভাবে প্রতিটি অপত্য ব্যাকটেরিয়ায় ভাইরাস ডিএনএর একটি কপি সংযুক্ত হতে থাকে।তবে প্রয়োজন হলে পোষক ডিএনএ থেকে ফায ডিএনএ পৃথক হয়ে লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারে।

keyword: ব্যাকটেরিয়া,ভাইরাস,ডিএনএ (DNA),প্রোফায(Prophage)